চাকরির খবর

গ্রামীণ ব্যাংকে ১০ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

Share

পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মোট 43 টি গ্রামীণ ব্যাংকে 10 হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাঙ্ক গুলিতে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে বাংলা ভাষা অবশ্যই জানতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগের নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS.

43 টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের যেসব গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে সেগুলি হল- বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংক।

যেকোনো চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👉 Click here

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক হতে হবে। আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির খবর: মাধ্যমিক পাশে কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ

পদের নাম- অফিসার স্কেল- I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক হতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো-অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স এন্ড একাউন্টান্সি বিষয়গুলিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম- অফিসার স্কেল- II (জেনারেল ব্যাঙ্কিং অফিসার)/ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। ব্যাঙ্কিং, ফিন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো-অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স এন্ড একাউন্টান্সি বিষয়গুলিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অফিসার পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

পদের নাম- অফিসার স্কেল- II (স্পেশালিস্ট অফিসার)/ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সাইন্স, ইনফর্মেশন টেকনোলজি বিষয় গুলিতে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক হতে হবে। অথবা চাটার্ড একাউন্টেন্ট এ সার্টিফায়েড অ্যাসোসিয়েট হতে হবে। অথবা ল বিষয়ে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক হতে হবে। অথবা চাটার একাউন্টেন্ট/ এমবিএ ডিগ্রি থাকতে হবে। অথবা মার্কেটিং এ এমবিএ ডিগ্রি থাকতে হবে। অথবা এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার বিষয় গুলিতে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির খবর: কেন্দ্রীয় সরকারের ক্লার্ক পদে চাকরি

পদের নাম- অফিসার স্কেল- III (সিনিয়র ম্যানেজার)।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। ব্যাঙ্কিং, ফিন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো-অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স এন্ড একাউন্টান্সি বিষয়গুলিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অফিসার পদে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

মোট শূন্যপদ- 10368 টি।

বয়স-
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে।
অফিসার স্কেল- I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।
অফিসার স্কেল- II জেনারেল ব্যাঙ্কিং অফিসার (ম্যানেজার) ও স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার) পদগুলির জন্য বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে।
অফিসার স্কেল- III (সিনিয়র ম্যানেজার) পদের জন্য বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।

সব ক্ষেত্রে বয়স হিসাব করা হবে 01/06/2021 তারিখের হিসাবে। ST/ SC প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর ও অন্যান্য প্রার্থীরা যারা বয়সের ছাড় পান তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 28 জুন, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি- জেনারেল/ ওবিসি/ ই ডব্লিউ এস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 850 টাকা। SC/ ST/ PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 175 টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে Visa Card/ Master Card/ Net Banking পদ্ধতির মাধ্যমে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 28 জুন।

চাকরির খবর: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ 

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে প্রিলিমিনারি এবং মেইন এক্সামেরর মাধ্যমে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা সিলেবাস রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ইংরেজি ভাষায়। এবং মেইন পরীক্ষা স্থানীয় ভাষায় হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষায় হবে। প্রিলিমিনারি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হবে এবছরের জুলাই কিংবা আগস্ট মাস নাগাদ। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এ বছরের সেপ্টেম্বরে।

পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থাকছে। প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল- আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি।
মেইন পরীক্ষার কেন্দ্র গুলি হল- কলকাতা এবং শিলিগুড়ি।

চাকরির খবর: ডিআরডিও -এর মাধ্যমে প্রশিক্ষণ, প্রতিমাসে স্টাইপেন্ড

আবেদনে আগ্রহী হলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন। নোটিশটি নিজ দায়িত্বে ভাল করে পরবেন তারপরেই আবেদন করবেন। Appy Now Online

Official Notification

Appy Now

This post was last modified on June 12, 2021 7:04 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

6 hours ago

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

2 days ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

3 days ago