২০২২ সালের নতুন স্কলারশিপ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ভারতবর্ষের মতো দেশে অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। তাই বহু সরকারী এবং বেসরকারি স্কলারশিপের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়। ভারতের…

Published By: Exam Bangla | Published On:

ভারতবর্ষের মতো দেশে অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। তাই বহু সরকারী এবং বেসরকারি স্কলারশিপের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়। ভারতের এক অন্যতম জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হল Kind Scholarship for Meritorious Students. এই Scholarship টি প্রদান করে Buddy4Study India Foundation.এটি ভারতের এক অন্যতম বৃহৎ NGO. এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। তাই আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক – কি যোগ্যতা দরকার, বয়স কত হতে হবে, কত টাকা পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।

কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন-
১) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীরা।
২) Graduation Degree তে পাঠরত ছাত্রী।
৩) বিভিন্ন টেকনিক্যাল ও Vocational Course-এ পড়াশোনা করছে এমন ছাত্রী।

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২২

এই স্কলারশিপের মাধ্যমে কত টাকা দেওয়া হয়-
১) নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রীদের জন্য বার্ষিক 6000 টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য 12000 টাকা।
২) Graduation Course এ পাঠরত ছাত্রীদের দের জন্য সর্বাধিক 18000 টাকা প্রতি বছরে এবং Vocational Course বা Engineering Course – এ পাঠরত ছাত্রীরাও বছরে সর্বাধিক 18000 টাকা পর্যন্ত পাবে।

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় Criteria.
১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) আবেদনকারীর বয়স 20 বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারীকে শেষ পরীক্ষায় অন্তত 60% নাম্বার নিয়ে পাশ করতে হবে।
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।

আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপ ২০২২

কীভাবে আবেদন করবেন?
১) Kind Scholarship এর জন্য আবেদন Online পদ্ধতিতে করা যাবে।
২) আবেদনের জন্য প্রথমে Buddy4Study India Foundation এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩) সেখানে ছাত্র-ছাত্রীদের নিজস্ব Email ID দিয়ে নিজেদের নামে একটি Account তৈরি করতে হবে।এরপরে আবেদনকারীদের Email ID তে তাদের ID এবং Password দিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে।
৪) এরপর Start Application অপশনে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
Application ফর্মে প্রয়োজনীয় তথ্যগুলো ভর্তি করতে হবে। তারপর jpg ফরম্যাটে নিজের ছবি ও সই আপলোড করতে হবে এবং নিম্নলিখিত ডকুমেন্টগুলো ফাইল করে সংশ্লিষ্ট স্থানে আপলোড করতে হবে।
১) Madhyamik Admit Card / Aadhar Card / Pan Card.
২) Annual Income Certificate.
৩) Character Certificate.
৪) শেষ যে পরীক্ষায় পাশ করেছেন তার Marksheet.
৫) সরকারী বৈধ পরিচয়পত্র।
৬) বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২২

এরপর Submit করতে হবে। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে একটা Code, Email করা হবে। এই Code এর সাহায্যে পরবর্তীতে নিজের Application status চেক করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ- ফেব্রুয়ারি, 2023 সালের প্রথম সপ্তাহ থেকে ফর্ম পূরণ শুরু হবে।

এ সম্পর্কে আরোও গুরুত্বপূর্ণ তথ্য জানতে ফলো করুন আমাদের ওয়েবসাইট। এই স্কলারশিপের বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে ডিটেলস তথ্য এবং তারিখ ঘোষণা হলে সবার প্রথমে জানতে পারবেন আমাদের ExamBangla.com ওয়েবসাইটে।

Apply Online: Click Here 
Official Website: Click Here 
Daily Job Update: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career