প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) জল বসন্ত রোগের জীবাণুর নাম কি?
[A] Vibrio
[B] Varicella
[C] Rubiola
[D] Rubella
উঃ [B] Varicella
২) ভাইরাস একটি-
[A] এককোষী জীব
[B] দ্বিকোষী জীব
[C] বহুকোষী জীব
[D] অকোষী জীব
উঃ [D] অকোষী জীব
৩) ইনফ্লুয়েঞ্জা হলো একটি-
[A] ভাইরাসঘটিত রোগ
[B] ব্যাকটেরিয়াঘটিত রোগ
[C] ছত্রাকঘটিত রোগ
[D] বয়সজনিত রোগ
উঃ [A] ভাইরাসঘটিত রোগ
৪) পেনসিলিয়াম নোটেটাম হল একপ্রকার-
[A] ভাইরাস
[B] ব্যাক্টেরিয়া
[C] ছত্রাক
[D] শৈবাল
উঃ [C] ছত্রাক
৫) কোনটি জলবাহিত রোগ নয়?
[A] প্যারাটাইফয়েড
[B] ডিপথেরিয়া
[C] কলেরা
[D] কোষ্ঠকাঠিন্য
উঃ[D] কোষ্ঠকাঠিন্য
৬) HIV ভাইরাস হলো কি ধরনের ভাইরাস?
[A] DNA ভাইরাস
[B] RNA ভাইরাস
[C] DNA বা RNA ভাইরাস
[D] কোনটিই নয়
উঃ [B] RNA ভাইরাস
৭) ভিরিয়ন হলো-
[A] ভাইরাস সংক্রমক কণা
[B] ব্যাকটেরিও ফাজের সংক্রামক কণা
[C] ভাইরাসের সংক্রামক দশা
[D] কোনোটিই নয়
উঃ [A] ভাইরাস সংক্রমক কণা
৮) AIDS হল-
[A] ভাইরাসঘটিত রোগ
[B] ছত্রাকঘটিত রোগ
[C] জিনঘটিত রোগ
[D] ব্যাকটেরিয়াঘটিত রোগ
উঃ [A] ভাইরাসঘটিত রোগ
৯) ম্যালেরিয়ার নিম্নের যে কারণে হয় তা হল-
[A] প্লাসমোডিয়াম
[B] এনোফিলিশ মশা
[C] কিউলেক্স মশা
[D] খারাপ বাতাস
উঃ [A] প্লাসমোডিয়াম
শিশু বিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট
পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
বাংলা প্র্যাকটিস সেট
১০) অধিকাংশ প্রাণী ভাইরাসে কোনটি?
[A] DNA
[B] RNA
[C] RNA ও DNA
[D] কোনোটিই নয়
উঃ [A] DNA
১১) যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, সেটি হলো-
[A] ভিটামিন A
[B] ভিটামিন B6
[C] ভিটামিন C
[D] ভিটামিন K
উঃ [C] ভিটামিন C
১২) ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়?
[A] লাইপো- প্রোটিন
[B] গৌণ প্রোটিন
[C] মুখ্য প্রোটিন
[D] কোনোটিই নয়
উঃ [C] মুখ্য প্রোটিন
১৩) কুষ্টের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো-
[A] মাইনোসিসটিস
[B] টিএমভি
[C] মাইকোব্যাকটেরিয়াম
[D] সালমোনেল্লা
উঃ [C] মাইকোব্যাকটেরিয়াম
১৪) উদ্ভিদের বৃদ্ধি জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ উষ্ণতা কত?
[A] 20 ডিগ্রি সেলসিয়াস
[B] 25 ডিগ্রি সেলসিয়াস
[C] 32 ডিগ্ৰি সেলসিয়াস
[D] 40 ডিগ্ৰি সেলসিয়াস
উঃ [D] 40 ডিগ্ৰি সেলসিয়াস
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য আদর্শ তাপমাত্রা হলো-
[A] 6- 20 ডিগ্ৰি সেলসিয়াস
[B] 0- 6 ডিগ্ৰি সেলসিয়াস
[C] 6- 40 ডিগ্ৰি সেলসিয়াস
[D] 10- 35 ডিগ্ৰি সেলসিয়াস
উঃ [C] 6- 40 ডিগ্ৰি সেলসিয়াস
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now